প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২১ ১৪:৫৬

সাপাহারে জাতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি
সাপাহারে জাতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
নওগাঁর সাপাহারে “ সবার জন্য প্রয়োজন জন্মের পর পরই নিবন্ধন ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষ্যে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ,মৎস্য কর্মকর্তা রোজিনা পারভিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, তিলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন, গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান মুকুল, শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকি প্রমুখ।
 
এসময় উপজেলার  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সাংবাদিক ও বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপরে