প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২১ ২১:৪২

হিলিতে মাদক সেবনের দায়ে ৭ জনের জেল-জরিমানা

হিলি দিনাজপুর প্রতিনিধি
হিলিতে মাদক সেবনের দায়ে ৭ জনের জেল-জরিমানা

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে গাঁজা ও হেরোইন সেবনকালে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ।

 
আটককৃতরা, হিলির মধ্য-বসুদেবপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে ফিরোজ আলী (২৫), একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে আসাদ (২২), দক্ষিণ বাসুদেবপুর মালেপাড়ার মৃত তছলিম উদ্দিনের ছেলে শাহিন আলম (২৮), মধ্য বানুদেবপুর গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে মালেক, দক্ষিণ বাসুদেবপুর মৃত মুকুল মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (১৯), দক্ষিণ বাসুদেবপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মাসুদ (৩২) ও জয়পুরহাটের পাঁচবিবির সোনাপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে টুকু মিয়া (৪৫)।
 
পরে আসামিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর- এ আলম।
 
বুধবার বিকেল তিনটায় বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার শামীম।
 
তিনি জানান, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হিলি পৌরসভার মধ্য বাসুদেবপুর এলাকায় থানার অফিসার সহ সঙ্গী ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইন সেবন করা অবস্থায় এই ৭ জনকে আটক করি। পরে উক্ত আসামিদের মোবাইল কোর্টের মাধ্যমে ১ আসামি হতে ৪ নং আসামিকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিন জেল এবং ৫ আসামি হতে ৭ নং আসামিকে ৬ মাসের কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়। আজ দুপুরে আসামিদের দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
 
উপরে