প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২১ ২১:৫০

শাজাহানপুরে মাঝিড়া বাজার সড়ক উন্নয়ন ও কার্পেটিং কাজের উদ্বোধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে মাঝিড়া বাজার সড়ক উন্নয়ন ও কার্পেটিং কাজের উদ্বোধন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ দিনের অবহেলিত মাঝিড়া বাজার সড়ক উন্নয়ন ও কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।  

জানা গেছে, ঢাকা-বগুড়া মহাসড়ক (ঘঐড) হতে সাজাপুর কাগজিপাড়া ভিতর দিয়ে  মাঝিড়া বাজার সড়ক দীর্ঘ ৩০ বছর ধরে সাজাপুর কাগজিপাড়া,মৎস্য আড়ৎ,মাঝিড়া বন্দর এলাকার হাজার হাজার মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু হস্তক্ষেপে রাস্তা নির্মাণ কাজের উদ্যোগ  গ্রহণ করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর।

বুধবার বেলা ১১ টায় মাঝিড়া বাজার সড়ক উন্নয়নের ফলক উন্মোচন ও কার্পেটিং কাজের  প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

এ সময় উপস্থিত উপজেলা সহকারী প্রকৌশলী হাসান আলী,মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাবলু,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক বাদশা আলমগীর,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান,উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম ঠান্ডা,মাঝিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেছার উদ্দিন,চোপিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ছাত্তার,উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক রুবেল মন্ডল,সদস্য শাহাদাত হোসেন,জেলা ছাত্রলীগ নেতা সেলিম রেজা,মাঝিড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম,মাঝিড়া ইউপি সদস্য শফিকুল ইসলাম,জাহিদুর ইসলাম,সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন,দোলোয়ার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উপরে