প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২১ ২২:০০

শাজাহানপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।দিবসটির এ বছর প্রতিপাদ্য ছিলো “সবার জন্য প্রয়োজন, জন্ম মৃত্যু পরপরই নিবন্ধন”। 

বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসিক খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোতারাব হোসেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়েশা খাতুন,উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান,মহিলা বিষয়ক অফিসার রেবেকা সুলতানা,উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান,সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন,উপজেলা  সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম,তথ্য আপা আফসানা আফরিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 

এছাড়াও  দিবসটি উপলক্ষে সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে উপজেলার সকল ইউনিয়ন পরিষদেও আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি পালন করা হয়েছে ।

 

উপরে