পোরশায় প্রাচীন আমলের দুর্গা মুর্তি উদ্ধার
নওগাঁর পোরশায় প্রাচীন আমলের দুর্গা মুর্তি উদ্ধার করেছেন থানা পুলিশ। বুধবার ঘাটনগর ইউপির শুকলাহার গ্রাম থেকে মুর্তিটি উদ্ধার করা হয়।
জানা গেছে, শুকলাহার গ্রামে একটি পুকুর খনন করার সময় শ্রমিকরা মাটির নিচে থাকা একটি মুর্তি দেখতে পান। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা পোরশা থানায় খবর দিলে থানা পুলিশ সন্ধায় মুর্তিটি উদ্ধার করে নিয়ে আসেন।
পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান মুর্তিটির দাম বলতে না পারলেও সাদা পাথরের মুর্তিটি আনুমানিক তিন মন ওজন হবে বলে জানান। মুর্তিটি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরে দেওয়ার প্রস্ততি চলছে বলেও তিনি জানান।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি