প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২১ ১৬:৪৪

নওগাঁয় পুকুরে মাছ ও পাড়ে শাক সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপণী

প্রেস বিজ্ঞপ্তি
নওগাঁয় পুকুরে মাছ ও পাড়ে শাক সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপণী

টিএমএসএস এর আইডিয়া  প্রকল্পের উদ্যোগে ও ওয়ার্ল্ডফিস প্রজেক্টের অর্থায়নে বুধবার নওগাঁয় স্থানীয় সেবাদানকারী (এলএসপি)দের অংশগ্রহণে চার দিনব্যাপী পুকুরে মাছ ও পাড়ে শাক সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ডফিস ঢাকার ডেপুটি ম্যানেজার মোঃ শাহিন আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস’র পরিচালক মোঃ আব্দুস সালাম ( প্রোগ্রাম-২), নিয়ামতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী। স্থানীয় সেবা গ্রহণকারীদের (্এলএসপি) মৎস্য চাষ বিষয়ক কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন টিএমএসএস’র প্রকল্প সমন্বয়কারী সাকের আহম্মেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন নিউট্রিশনিষ্ট, টিএমএসএস’র কর্মকর্তাসহ অতিথিবৃন্দ। এই প্রশিক্ষণের  মাধ্যমে পুষ্টির বৈচিত্র্য রক্ষা হবে।

উল্লেখ্য এই প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উক্ত প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দেশব্যাপী কৃষক, মৎস্যচাষী ও উদ্যোক্তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

উপরে