বগুড়ায় ৬৯৩টি মন্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন
বগুড়ায় শারদীয় দুর্গাপূজার আয়োজন শুরু হয়েছে উৎসবের সঙ্গে। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে চলছে নানা আয়োজন। শেষ মুহুর্তে তাই প্রতিমার কারিগড়দের যেন দম ফেলার সময় নেই।
জেলার সব পূজা মন্ডপে এখন চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। উৎসবকে সামনে রেখে বগুড়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। চলছে রং-তুলির কাজ। কারিগড়রা ৮ থেকে ১০টি প্রতিমা নিয়ে রাতদিন কাজ করে যাচ্ছেন। কয়েকদিনের মধ্যে মন্ডপে মন্ডপে চলে যাবে প্রতিমাগুলো। এছাড়াও মন্ডপে প্রবেশের জন্য গেট নির্মাণ এবং আলোকসজ্জার কাজে চলছে তোড়জোড়। শেষ সময়ে কারিগড়রাও রাত দিন কাজ করে প্রতিমা ফুটিয়ে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। তারা জানান, দু’একদিনের মধ্যে প্রতিমা তৈরী কাজ শেষ করতে পারবেন।
জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নিরঞ্জন কুমার সিংহ জানান, বগুড়ায় এবার ৬৯৩টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গতবছর করোনার কারণে অনেক কিছুই থমকে গিয়েছিল। ইতোমধ্যে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। করোনায় মানুষ বিপদগ্রস্থ তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসব পালন করা হবে।

ষ্টাফ রিপোর্টার