প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২১ ২৩:৪৯

পঞ্চগড়ে শুরু হলো দাবা লীগ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে শুরু হলো দাবা লীগ

‘বুদ্ধির খেলা দাবা শিখি, মানসিক স্বাস্থ্য ভালো রাখি’ স্লোগানে পঞ্চগড়ে শুরু হয়েছে জেলা দাবা লীগ। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার থেকে পঞ্চগড় জেলা পরিষদের সম্মেলন কক্ষে শুরু হয়েছে ওই প্রতিযোগিতা। সকালে দাবা লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার রায়সহ ক্রীড়াপ্রেমিরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী দলগুলো হলো-পঞ্চগড় প্রেসক্লাব দাবা টিম, পঞ্চগড় চেম্বার অব কমার্স দাবা টিম, দেবীগঞ্জ থানা দাবা টিম, বোদা থানা দাবা টিম, আটোয়ারী থানা দাবা টিম, সদর থানা দাবা টিম, তেঁতুলিয়া থানা দাবা টিম, চতুরঙ্গ দাবা টিম, বন্ধুগোষ্ঠী দাবা টিম, অনুশীলন ২১ দাবা টিম ও রং বেরং দাবা টিম। তিনটি গ্রুপে প্রথম দিনেই ১১ টি দলের ১০ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বের বিজয়ীদের নিয়ে আগামী ১০ ও ১১ অক্টোবর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। 

 

উপরে