প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২১ ২১:৪১

ধর্মীয় উৎসবে শিশুদেরকে হাসি মুখ করানো আমাদের সকলের দায়িত্ব

প্রেস বিজ্ঞপ্তি
ধর্মীয় উৎসবে শিশুদেরকে হাসি মুখ করানো আমাদের সকলের দায়িত্ব

ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেড ও সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান খায়রুল আলম লাখিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সকল ধর্ম, বর্ণ গোত্রের মানুষ মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করবে।

ধর্ম যার যার উৎসব সবার, এ প্রতিপাদ্য বিষয়টিকে মাথায় রেখে শারদীয় দূর্গা পূজা উৎসবকে প্রাণবন্ত করার লক্ষ্যে সবুজ স্বপ্ন শিক্ষালয়ে সনাতন ধর্মাবলম্বী শিশু শিক্ষার্থীদের মাঝে পোশাক ও উপহার সামগ্রী বিতরণ আমার এ ক্ষুদ্র প্রয়াস। কারণ শিশুদেরকে আলাদা করে দেখার সুযোগ নেই, তাদের হাসি মুখ করানো এ দেশের সকল নাগরিকের নৈতিক দায়িত্ব। তারা এ দেশের ভবিষ্যত ও অগ্রপথিক। তাদেরকে অবহেলা না করে তাদের অধিকার সবাই মিলে বাস্তাবায়ন করলে এ দেশকে তারা একদিন বিশ্বের নিকট মাথা উঁচু করে তুলে ধরবে। 

শুক্রবার বগুড়ার কাটনারপাড়া পলাশ ক্লিনিক চত্বরে সবুজ স্বপ্ন শিক্ষালয়ের শিক্ষার্থীদের নতুন পোশাক উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন খায়রুল বাসার, কাউছার, ৩নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ। 

 

উপরে