প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২১ ২২:১৭

টানা ৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দরে আমদানি-রপ্তানি

হিলি দিনাজপুর প্রতিনিধি
টানা ৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দরে আমদানি-রপ্তানি

সনাতন ধর্মাবলম্বীদে বড় উৎসব দূর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। তবে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।

 
বৃহস্পতিবার রাত ৮ টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
 
তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দূর্গাপূজা উপলক্ষে আগামী ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ভারত হিলির সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন একটি চিঠির মাধ্যমে আমাদের জানিয়েছেন। তারা জানান এই ৬ দিন ব্যবসায়ীরা কোন প্রকার পণ্য তারা এই বন্দরে আমদানি-রপ্তানি করবেন না।
 
হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অতিশ কুমার শ্যানাল জানান, দূর্গাপূজা উপলক্ষে ভারত থেকে ৬ দিন কোন প্রকার পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে।
 
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান জানান, সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপূজা উপলক্ষে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে আমাদের কাস্টমস পূজা উপলক্ষে ১ দিন ১৫ অক্টোবর বন্ধ থাকবে, তবে সেই ১ দিন সরকারি ছুটির দিন শুক্রবার।
 
উপরে