প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২১ ২০:৪৬

আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিতে আমরা কাজ করছি: সাংসদ আহসান আদেলুর

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি
আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিতে আমরা কাজ করছি: সাংসদ আহসান আদেলুর

নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেল বলেন- আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিতে আমরা কাজ করছি। আপনারা সুখ-দূঃখের খবর জানান, সব সময় আমাকে আপনারা পাশে পাবেন। এছাড়া যোগাযোগ ব্যবস্থা ভাল করতে রাস্তা-ঘাট পাঁকাকরণের কাজ অব্যাহত রয়েছে। নীলফামারী-৪ আসনে সকল স্তরে উন্নয়ন কাজ অব্যাহত আছে। আগামীতে এ আসনটি হবে উন্নয়নের রোল মডেল। অন্যদিকে তিনি জনগণকে ঐতিহ্য ধরে রাখার আহ্বানও জানান। তিনি আজ শনিবার (৯ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ঐতিহ্যবাহী নিতাই গাংবেড় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

নিতাই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ ডাবলু’র সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. আনিছুল আরেফিন চৌধুরী, চেম্বার অব কমার্স নীলফামারীর সহ-সভাপতি ফরহানুল হক, নিতাই ইউপি চেয়ারম্যান ফারুক উজ জামান ফারুক, উপজেলা জাপা’র সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাপা’র আহ্বায়ক রেজাউল আলম স্বপন, নিতাই ইউপির সাবেক চেয়ারম্যান সামসুল হক সরকার, মুশরুত পানিয়ালপুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রেজওয়ান আহম্মেদ সিদ্দিকী, নিতাই ইউনিয়ন জাপা সভাপতি সহিদুল ইসলাম প্রমুখ।

পরে সাংসদ আহসান আদেলুর রহমান আদেলের হাতে ফুলের তোড়া দিয়ে জাপা’য় যোগদান করেন সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ ডাবলু।

 

উপরে