প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২১ ২০:৫০

বিরামপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি

বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪০টি মন্দিরের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার (জি.আর) ৫'শ কেজি করে চাল ও স্থানীয় সংসদ সদস্যর ব্যক্তিগত তহবিল হতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 
 
শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে চাল ও নগদ অর্থ বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
 
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যাপক আককাস আলী, ওসি সুমন কুমার মহন্ত, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিবেস কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম সাধারন সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, প্রেসক্লাব সভাপতি ডক্টর অধ্যক্ষ নুরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুন্ডু, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৪০ টি মন্দিরের সভাপতি ও সম্পাদকবৃৃন্দের নিকট ৫'শ কেজি করে চাল ও মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক এর ব্যাক্তিগত তহবিল হতে প্রতিটি মন্দিরে নগদ অর্থ দেওয়া হয়েছে।
উপরে