প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১ ১৫:৩১

মাটি খুঁড়তেই বেড়িয়ে এলো চোলাই মদের সারিসারি ড্রাম

ক্রেতা বিক্রেতাসহ গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক
মাটি খুঁড়তেই বেড়িয়ে এলো চোলাই মদের সারিসারি ড্রাম

মাটি খুঁড়তেই এবার বেড়িয়ে এলো চোলাই মদের সারি সারি ড্রাম। শনিবার দিবাগত রাত সোয়া ১টায়  সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ গ্রামবাসীর সহযোগীতায় এভাবেই জব্দ করলেন প্রায় ২২’শ ৬০ লিটার চোলাই মদ ও মদ তৈরীর ওয়াশ জাতীয় পছা উপকরণ। একই সময় ক্রেতা বিক্রেতা সহ তিন জনকে গ্রেফতার করলেও কৌশলে পুলিশী বেষ্টনী হতে পানিয়ে যায় আরো তিন মাদক কারবারী।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ পূর্ব পাড়ার  প্রয়াত রবিলাল দাসের ছেলে  রতন রবিদাস,  পাশর্^বর্তী কুনাট ছড়া গ্রামের কালা মিয়ার ছেলে  কামাল উদ্দিন, বিশ^ম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে  রাজু মিয়া।

শনিবার দিবাগত রাতে সুনামগঞ্জ জেলা পুলিণশের মিডিয়া সেল গণমাধ্যকে এসব তথ্য নিশ্চিত করে জানায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের (বিপিএম) দেয়া বিশেষ নির্দেশনায় তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা শনিবার দিবাগত রাতে মাদক বিরোধী অভিযানে গিয়ে উপজেলার বাদাঘাট সরকারী কলেজ রোডের পার্শবর্তী  মাদকের হাট খ্যাত কামড়াবন্দ পুর্ব পাড়ায় ব্লক রেইড দেয়।

ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে গ্রামবাসী ও যুবকরা সংঘবদ্ধ হয়ে ওই পাড়ার একাধিক বাড়ির বসত ভিটার ভেতর ও বাহিরে মাটি খুঁড়ে খুঁড়ে উদ্যার করে নিয়ে আসে প্রায় ২২’শ ৬০ লিটার চোলাই মদ ও মদ তৈরীর ওয়াশ জাতীয় পছা উপকরণ।

অভিযোগ রয়েছে উপজেলার বাদাঘাট সরকারী কলেজ রোড সংলগ্ন কামড়াবন্দ পূর্ব পাড়ায় এ মাদকের হাটে দিবারাত্রী অবাধে চোলাই মদ বিক্রি হয়ে আসলেও কালে ভদ্রে পুলিশী অভিযানে মাদক কারবারীরা গ্রেফতার হয়ে জেল হাজতে থাকলেও তাদের পরিবারের সদস্যরা নারী সদস্যরা মাদক ব্যবসা চালিয়ে যান নির্ব্রিগ্নে।

স্কুল , কলেজ ও সাধারন লোকজনের যাতায়াতগামী ব্যস্ততম এ সড়কের পাশের্^ থাকা ওই মাদক হাট স্থায়ী ভাবে উৎখাতের জন্য সব শ্রেণিপেশার মানুষজন দাবি জানালেও এ চোলাই মদের হাটকে ঘিরে, বাদাঘাট, কামড়াবন্দ , মোল্লাপাড়া , ঘাগড়[া, কাশতাল, চরগাঁও, বারহাল, মাণিগাঁও , শিমুলতলা, ঘাগটিয়া, কুকুরকান্দি, ফকিরনগর, পাতারগাঁও, চন্দ্রপুর, আনোয়ারপুর, বিন্নাকুলি, লাইড়গড়, আমবাড়ি, একতাবাজার, হলহলিয়া  চরগাঁও, মাহারাম, বারেকটিলা, কড়ইগড়া, রাজাই, রজনীলাইন, বুরুঙ্গাছড়া, বরছড়া, টেকেরঘাট, লাকমা, লালঘাট, চারাগাঁও, কলাগাঁও জঙ্গহলবাড়ি, বাগলী, বালিয়াঘাট, শ্রীপুর বাজার, তাহিরপুর সদর বাজার, বালিজুরী, সহ বিভিন্ন গ্রামে গ্রামে গজিয়ে উঠেছে চোলাই মদ, বিদেশি মদ, গাঁজা, আমদানী নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন বিড়ি, ইয়াবা বিক্রেতা সহ কয়েক’শ মাদক চোরাকারবারী।,

উপরে