প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১ ০০:৪৬

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের শিক্ষা উপকরণ বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের শিক্ষা উপকরণ বিতরণ

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা পক্ষ-২০২১ উপলক্ষে ওই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

রোববার বিকেলে শহরের কয়ানিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ওই শিক্ষা উপকরণ বিতরণ  করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী  লায়ন আলহাজ্ব মো. কফিল উদ্দিন চৌধুরী।

এতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন মো. আতাহার হোসেন বাদশা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা লায়ন মির্জা সালাহউদ্দিন বেগ, কয়ানিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  রেজিনা বেগম, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর কোষাধ্যক্ষ লায়ন আব্দুল লতিফ প্রমূখ।

অনুষ্ঠানে রিজিয়ন চেয়ারপার্সন লায়ন অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল,লায়ন কাজী জাহানারা বেগম, লায়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের সাধারণ সম্পাদক লায়ন রেজাউল হক,  সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, লায়ন ফারুক আহমেদ, লায়ন শেখ জাবেদ আলী টিটু, লায়ন গোলাম রুবায়েত মিন্টু, লায়ন জহুরুল ইসলাম মীর প্রমূখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে জ্যামিতি বক্স,খাতা ও কলম।

আজ সোমবার লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা পক্ষ - ২০২১ এর কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপন ও চারা বিতরণ।

সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ওই বৃক্ষরোপন ও চার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী।

 

উপরে