প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১ ০০:৪৯
দুর্গাপূজা উপলক্ষে

বাংলাবান্ধা স্থল বন্দরে ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি
বাংলাবান্ধা স্থল বন্দরে ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান) স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আজ সোমবার সকাল ৯টা থেকে আগামী ১৬ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। গতকাল রোববার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুই দেশের আমদানি-রপ্তানিকারকদের সংগঠন ও ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্ত মোতাবেক দুর্গাপূজা উপলক্ষে সোমবার থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত পঞ্চগড়ের বাংলবান্ধা ও ভারতের ফুলবাড়ি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বন্দরের কার্যক্রম যথারীতি পূর্বের মত চালু হবে বলে জানান তিনি। 

 

উপরে