প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১ ১৪:২৮

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যারা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ধারালো অন্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহার করা সরঞ্জাম।

বুধবার (১৩ অক্টোবর) র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়ার মৃত তারা শেখের ছেলে আজিম শেখ (৪০), উত্তর চেলোপাড়ার নরেন্দ্র সরকারের ছেলে মানিক সরকার (৩৫), একই এলাকার আব্দুস সামাদের ছেলে রাখাল শেখ (২৭) ও মৃত সিরাজের ছেলে সাগর (৩৫)।

র‌্যাব সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বগুড়া শহরের জামিলনগর এলাকায় করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের বিপরীতে সড়কের পার্শ্বে অবস্থান নিয়ে দুর্বৃত্তরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১ টি হাসুয়া, ২ টি চাকু, ১ টি রশি এবং মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদেরকে বগুড়া সদর থানায় হন্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।

উপরে