প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১ ১৫:০০

শারদীয় দূর্গা পূজা উৎসব এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শারদীয় দূর্গা পূজা উৎসব এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেছেন, শারদীয় দূর্গা পূজা উৎসব এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা উদযাপনে সরকার সর্বত্রক সহযোগিতা করেছেন। সকল ধর্মালম্বীরা যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় কার্যক্রম পালন করতে পারেন সেই লক্ষ্যে সরকার ধর্ম নিরপেক্ষতা বজায় রেখেছেন।

তিনি মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় বারোয়ারী দূর্গা মন্দির ও মোকামতলা বারোয়ারী দূর্গা ও কালিামাতার মন্দিরে শারদীয় দূর্গাপূজা পরিদর্শন শেষে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

উক্ত অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী শিবেন্দ্র কিশোর মুস্তাফীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া আব্দুর রশিদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (শিবগঞ্জ, সোনাতলা) সার্কেল তানভীর হাসান, পৌর মেয়ার তৌহিদুর রহমান মানিক, থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ সৈয়দ মুহাম্মাদ আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মোকামতলা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক রাজা চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আহসান হাবীব সবুজ, সিনিয়র সহ-সভাপতি সোহেল আক্তার মিঠু, সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক রনি, ছাত্রলীগ নেতা মারুফ মন্ডল। সহ সভাপতি প্রবীণ সাহা, সাধারণ সম্পাদক শুভ্র প্রসাদ, সহ সম্পাদক উত্তর কুমার মহন্ত, সঞ্জয় কুমার সাহা, শ্রী স্বপন কুমার রাজভর, পুরোহিত শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী।

অপর দিকে মোকামতলা সার্বজনীন দূর্গা উৎসব উদযাপন কমিটির আয়োজনে মত বিনিময় সভার পূর্বে তিনি বানাইল সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরে শারদীয় দূর্গাপূজা পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ন কানু, সহ-সভাপতি মহল লাল কানু, সাধারণ সম্পাদক সুবির দত্ত, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দগণ। 

 

উপরে