প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১ ১৫:০৫

দেশে এখন শারদীয় সম্প্রীতির উৎসব বিরাজ করছে: এসপি সুদীপ

ষ্টাফ রিপোর্টার
দেশে এখন শারদীয় সম্প্রীতির উৎসব বিরাজ করছে: এসপি সুদীপ

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম-সেবা) বলেছেন, দেশে এখন শারদীয় সম্প্রীতির উৎসব বিরাজ করছে। এই উৎসব প্রমাণ করে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। প্রতিটি উৎসবই সম্প্রীতি, শান্তি, সমৃদ্ধির বার্তা নিয়ে আসে। এবার দুর্গাপূজা উৎসবটিও তেমন। দেশকে ভালবেসে যেমন এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে পাক হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করে শান্তি স্থাপন করেছিল ঠিক সেভাবে দেশ স্বাধীন হবার পর থেকে এদেশের মানুষ প্রতিটি ধর্মীয় উৎসবে একে-অপরের সাথে মিলিত হয়ে সম্প্রীতির বন্ধন জারি রেখেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে ও পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজের সার্বিক ব্যবস্থাপনায় শহরের চেলোপাড়ায় বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায়ের পরিচালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সদর থানার ইন্সপেক্টর অপারেশন শাহিনুজ্জামান, নারুলী ফাড়ির ইন্সপেক্টর আনোয়ার হোসেন, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার, কোষাধ্যক্ষ জীবন কুমার, প্রচার সম্পাদক নীতি সরকার, সদস্য শ্যামল দাস, ব্যবসায়ী রাজু আহম্মেদ, দুর্জয় ক্লাবের সাধারণ সম্পাদক নরোত্তম কুমার সহ আরও অনেকে।

বস্ত্র বিতরণ শেষে দূর্জয় ক্লাব আয়োজিত দুর্গাপূজার অঞ্জলিতে অংশ নেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এসময় তিন শতাধিক মানুষের মাঝে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়।

উপরে