প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১ ১৫:৫০

ধর্মীয় উৎসবে মানুষ হিসেবে সবার পাশে দাঁড়াতে হবে: মঞ্জু

প্রেস বিজ্ঞপ্তি
ধর্মীয় উৎসবে মানুষ হিসেবে সবার পাশে দাঁড়াতে হবে: মঞ্জু

বগুড়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ধর্মীয় উৎসবে মানুষ হিসেবে সবার পাশে দাঁড়াতে হবে। মানবতার চেয়ে বড় ধর্ম আর নেই। আমাদের প্রত্যেককেরই মানবিক হতে হবে। যে যে ধর্মেরই হোক না কেন, ধর্ম যার যার উৎসব সবার। উৎসবকে প্রাণবন্ত করার জন্য সকল ধর্মের মানুষের এগিয়ে আসতে হবে। আমাদের একে অপরের প্রতি সহভাগিতা থাকতে হবে। মিলে মিশে জীবন-ধারন এবং সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই জীবনের যথার্থ সার্থকতা নিহিত।

বুধবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর মাঝিপাড়া পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

এসময় উপস্থিত জেলা কৃষক লীগের  সদস্য মাহফুজার রহমান মাফু, সোনাতলা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক বাদশা বাবু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমা শিপলু, জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজিমুল হক, ১নম্বর সুখানপুকুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক মামুন মুন্সি, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, সাবেক ইউপি সদস্য ফজলুল হক, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, রুহুল আমিন, মাঝিপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন, সাধারণ সম্পাদক অর্জন কুমার, সুবাশ, বিপুলসহ প্রমুখ। 

উপরে