প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১ ১৬:০৬

শিবগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ৫৯ টি পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ৫৯ টি পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫৯টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ ভাবে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভির্যর মধ্যদিয়ে শারদীয় দূর্গাপূজা সফল সপ্ন হয়েছে।

শুক্রবার বিজয় দশমীর দিনে সকল মন্ডপের প্রতিমাগুলি সুশৃঙ্খল ভাবে করতোয়া, গাংনাই, নাগর ও বিভিন্ন দিঘীতে নির্বিঘ্নে বিসর্জন দেওয়া হয়েছে। পূজা মন্ডপ গুলিতে আনসার, পুলিশ ও র‌্যাব সদস্যরা সার্বক্ষনিক মনিটরিং ও নিরাপত্তা প্রদান করায় সংশ্লিষ্ট  পূজা উদযাপন কমিটির ও মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ শিবগঞ্জ  উপজেলা ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

বর্তমান সময়ে একটি কু-চক্রী মহল সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য অপ্রচার চালিয়ে বিশৃঙ্খলা চেষ্টা করেছিলো। সরকার কঠোর হস্তে বর্তমান পরিস্থিতিকে সামলিয়ে দোষী ব্যক্তিদের আটক করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। শান্তিপূর্ণ ভাবে সার্বজনিন দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারে কে ধন্যবাদ জানিয়েছে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

 

উপরে