প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১ ২২:২২

সারিয়াকান্দিতে নতুন রাস্তা নির্মান প্রকল্পের স্থান পরিদর্শন করলেন সাংসদ সাহাদারা মান্নান

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
সারিয়াকান্দিতে নতুন রাস্তা নির্মান প্রকল্পের স্থান পরিদর্শন করলেন সাংসদ সাহাদারা মান্নান
বগুড়ার সারিয়াকান্দিতে প্রত্তান্ত এলাকায় যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন করার লক্ষে নতুন রাস্তা নির্মান কাজের প্রকল্প গ্রহন করা হয়েছে। শতাধিক নেতা-কর্মীদের সাথে নিয়ে  সরে জমিনে গিয়ে পরিদর্শন করলেন, বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস্য জনাব সাহাদারা মান্নান।
 
 শনিবার, বিকাল ৪টার দিকে, উপজেলার কামালপুর ইউনিয়নের প্রত্তান্ত এলাকা সুতানারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বেড়েরবাড়ী হয়ে  বুড়ুইল ঈদগাঁ মাঠ পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার নতুন রাস্তা নির্মানপ্রকল্প গ্রহন করা হয়। উক্ত নতুন রাস্তা নির্মান প্রকল্পের স্থানে শতাধিক নেতা-কর্মীদের সাথে নিয়ে পরিদর্শন শেষে আলহাজ্ব ওসমান গনির বাড়ীর উঠানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
এতে সভাপতিত্ব করেন, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম আপেল। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব সাহাদারা মান্নান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম, কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেদাইদুল ইসলাম, অনুষ্ঠানটি পরিচালনা করেন, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হাসান হেলাল।
 
এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান বাদশা, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক,  চন্দনবাইশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহমুদুন নবী হিরো, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আতাউর রহমান মিঠু,কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উল আলম,আল মামুন,শাহীন আলম লেবু, মাইনুল হাসান, আমিনুল ইসলাম,উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক আশিক আহমেদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো,  কামালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা,উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক অর্জুন কুমার,কামালপুর ইউনিয়ন  ছাত্র লীগের সভাপতি বজলুর রহমান বাঁধন, চন্দনবাইশা ডিগ্রি কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক আল আমিন হোসাইনসহ বুড়ুইল গ্রামের প্রায় পাচ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
উপরে