প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১ ১৬:০১

কিশোরগঞ্জে কৃষক হত্যায় আসামির মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জে কৃষক হত্যায় আসামির মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ সদর মডেল থানার চাঞ্চল্যকর কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলায় প্রধান আসামি জসিম উদ্দিনকে (৪৭) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর এবং অন্য চার আসামিকে বেকসুর খালাসের রায় দিয়েছেন আদালত।

সোমবার দুপুর ১২টার দিকে জনাকীর্ণ আদালতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নার্গিস ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন মনাকর্ষা গ্রামের আবদুল মজিদের ছেলে।  


মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় দিকে বাচ্চু মিয়া ধান নিয়ে বাজারে যাচ্ছিলেন। পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী জসিম উদ্দিন তার তিন ভাই সামির উদ্দিন, জালাল উদ্দীন ও কামাল উদ্দিন, বাবা আবদুল মজিদ এবং  গিয়াসউদ্দিনকে নিয়ে পথিমধ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে কৃষক বাচ্চু মিয়াকে। 

বাচ্চু মিয়া সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়নের মনাকর্ষা গ্রামে মৃত আবদুর রহিমের ছেলে          
               
এ ঘটনায় নিহতের ছোট ভাই হারুন অর রশিদ বাদী হয়ে চার সহোদর জসিম উদ্দিন, সামির উদ্দিন, জালাল উদ্দীন ও কামাল উদ্দিনসহ ছয়জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ৪ নভেম্বর আবদুল মজিদকে বাদ দিয়ে ওই চার সহোদরসহ পাঁচজনকে আসামি রেখে আদালতে চার্জশিট দাখিল করে। 

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে রোববার আদালত এ রায় দিলেন।

উপরে