প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১ ১৬:৪৪

শাজাহানপুরে শেখ রাসেলের জন্মদিন ও দিবস পালিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে শেখ রাসেলের জন্মদিন ও দিবস পালিত

বগুড়ার শাজাহানপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্ম দিন ও ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের শেখ রাসেল অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ,গণভবন সরাসরি ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অংশ গ্রহণ, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ,দোয়া ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি মাধ্যমে দিবসটি পালন করে উপজেলা প্রশাসন। 

'শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস,অদম্য আত্মবিশ্বাস' প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, হোসেন আলী, সোলাইমান হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্সা কর্মকর্তা তৌফিক আজিজ, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মনির হোসেন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাধ্যমে বজ্রপাত প্রতিরোধ তাল গাছ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

 

উপরে