পঞ্চগড়ে শেখ রাসেল দিবস পালিত
পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিত্বে পুস্পাঞ্জলী অর্পণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে শেখ রাসেল রুহের মাগফিরাত কামনাসহ বঙ্গবন্ধু পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
পরে জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচিতে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়াম্যান আনোয়ার সাদাত স¤্রাট, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিক নেতা, গণমাধ্যম কর্মী, স্কুল কলেজের শিক্ষকসহসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি