বগুড়ায় সার্বজনীন দূর্গামন্দিরে লক্ষীর প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা
বগুড়া সদর উপজেলার সাবগ্রামে সার্বজনীন দূর্গামন্দিরে লক্ষীর প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে কোন এক সময় এই ঘটনা ঘটায় তারা।
স্থানীয়রা জানায়, সনাতন ধর্মালম্বীদের লক্ষী পুজা উপলক্ষে মন্দিরে মঙ্গলবার থেকে পুজা চলছিল। গতকাল পুর্ণিমা তিথি থাকার কারণে লক্ষী প্রতিমা বিসর্জ্জণ দেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার লক্ষী প্রতিমা বিসর্জ্জণ দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে বিপুল দেবনাথ নামে এক লোক মন্দিরে এসে দেখে প্রতিমা ভাংচুর করা হয়েছে। পরে তিনি পুলিশের ৯৯৯ নাম্বারে ফোন করেন।
এরপর সকালে জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ঘটনাস্থল পরিদর্শণ করেন। এসময় তারা দোষীদের শনাক্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে বলে জানান।
এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে ঘটনার সাথে কারা জড়িত তাদের শনাক্তের কার চলছে বলে সদর থানা পুলিশ জানান।

ষ্টাফ রিপোর্টার