দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন
দেশের বিভিন্ন স্থানে পূজা মন্ডপে হামলা, প্রতিমা ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাসহ হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় মানাববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখা।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের সাতমাথায় ঘন্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে চলমান পূজা মন্ডপে হামলা, প্রতিমা ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাসহ হিন্দু সম্প্রদায়ের উপর হামলার সাথে যারা জড়িত তাদের কে খুজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি করেন। এছাড়াও ক্ষতিগ্রস্থ মন্দির, ঘর বাড়ি সহ নিহত ব্যক্তিদের উপযুক্ত আর্থিক সহায়তা এবং আহত ব্যক্তিদের সুচিকিতসার ব্যবস্থা করার দাবি করেন।

ষ্টাফ রিপোর্টার