হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাইফুল ইসলাম শান্তি
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষের জানমাল, বাড়ি ঘর ও মন্দিরে নারকীয় হামলার প্রতিবাদে আবারও মাঠে নেমেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইফুল ইসলাম শান্তি। বুকে-পিঠে ও মাথায় বিভিন্ন শ্লোগানের প্লাকার্ড লাগিয়ে হাত মাইক দিয়ে তিনি হামলার প্রতিবাদ জানিয়ে জেলা শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। শান্তি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিার্থী। তিনি পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের আমলাহার গ্রামের আব্দুল মজিদের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের ব্যস্ততম চৌরঙ্গী মোড়ে দাড়িয়ে তিনি হাত মাইকে বলেন, প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশ রবীন্দ্রনাথের দেশ, কাজী নজরুলের দেশ। বঙ্গবন্ধুর গড়া অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রীস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ জন যুগ যুগ ধরে একসাথে বাসবাস করে আসছে। এ দেশে একধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের শত্রু হতে পারে না। অতি সম্প্রতি আমাদের হিন্দু ভাইদের বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজায় উসকানি ও গুজব ছড়িয়ে ধর্মীয় উম্মাদনা সৃষ্টি করে সংখ্যালঘু ভাইদের বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মত ঘটনা ঘটানো হয়েছে। যা বর্বরোচিত ও নেক্কারজনক। আমি একজন মুসলিম মানুষ হয়ে গভীর দুঃখ প্রকাশ করছি ও তিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেই সাথে এ ধরনের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও দোষীদের শাস্তি দাবি করছি। এসময় তিনি পুলিশি বাধার অভিযোগ এনে পঞ্চগড় প্রেসকাবের সামনের সড়কে হাত মাইক নিয়ে প্রচারণা চালান।
আমরা কারোর উসকানিতে বা গুজবে কান দিয়ে অন্য ধর্মের মানুষের বাড়ি ঘরে আক্রমণ করতে পারি না। কারোর ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালাতে পারি না, কাউকে জোরপূর্বক বাস্তুচ্যুত ও ধর্মচ্যুত করতে পারি না। হিন্দুরাও মানুষ তাদেরকেও আমাদের মত স্বাধীন ভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার ও নিরাপদে বসবাস করার অধিকার রয়েছে। আসুন সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীস্টান সবাই একসাথে মিলেমিশে বসবাস করি এবং দেশের কল্যানে কাজ করি। আমি হিন্দুদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা হিন্দুদের জান মাল, ঘরবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে বা ভবিষ্যতে যদি কেউ আবার এধরনের হামলা করে তবে এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুুদন্ডের বিধান রেখে সংসদে আইন পাস করার জোর দাবি জানাচ্ছি। সরকারকে বলবো জরুরি ভিত্তিতে পার্লামেন্ট অধিবেশন ডেকে এ আইন পাস করুন ও দ্রুত তা কার্যকর করুন। যদি আগামীতে আবারও হিন্দুদের ওপর হামলা করা হয় তবে আমি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আমরন অনশন সহ আরও কঠোর কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবো।
সাইফুল বলেন, আমি একজন প্রতিবাদি মানুষ। সমাজে কোন বিশৃংখলা বা অনিয়ম দেখা দিলে আমি চুপ থাকতে পারিনা। প্রতিবাদ করতে নিজেই মাঠে নেমে যাই। এর আগেও ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পদ্মাসেতুর গুজবের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য প্ল্যাকার্ড হাতে নিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ পায়ে হেঁটে পদযাত্রা করি।

পঞ্চগড় প্রতিনিধি