শাজাহানপুরে আকবরিয়া হাইওয়ে রেস্টুরেন্ট
দেহ, মনে, বুকে-মুখে, চেতনায় নিজেকে সুন্দর করে গড়ে তুলতে হবে। সুন্দর করে গড়ে তুলতে হলে ভালো পরিবেশ চাই। বিশেষ করে খাবার পরিবেশ ও পরিবেশন একে অপরের পরিপূরক। জীবনকে সুন্দর করে রচনা করতে হলে শিষ্টাচারের সহিত মনুষ্যত্বের রচনা করতে হবে। মনুষ্যত্বের দ্বারাই জাতি আলোকিত হয়। এগুলো সবকটির প্রধান শর্তই হচ্ছে ভালো পরিবেশে খাবার ক্ষেতে হবে। পরিবেশ মানুষের অন্তর্নিহিত, শক্তি, নৈতিক ও মুল্যবোধের সৃষ্টি করে থাকে। এসব গুনাবলির সমন্বয় সাধন করে গত বুধবার শাজাহানপুরের মাঝিড়ায় আকবরিয়া হাইওয়ে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত রেস্টুরেন্ট উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন সান্নু। এসময় তিনি বলেন, শতাব্দীর স্বাক্ষর আকবরিয়া সকল শ্রেণী পেশার মানুষের ক্রয়ের সামর্থ্য বিবেচনা করে বিপনন করে থাকে। ভোক্তার সন্তুষ্টির কথা মাথায় রেখে সুস্বাদু ও ভেজালমুক্ত খাবার ক্রেতার হাতে পৌছে দেয়াই হবে এ প্রতিষ্ঠানের অঙ্গিকার। তিল তিল করে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি গোটা দেশের মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করতে সক্ষম হয়েছে। বগুড়ার প্রতিষ্ঠান হিসেবে শুধু আমাদের গর্ব নয় এটি গোটা বগুড়াবাসির গর্ব। এটি বগুড়াবাসির প্রত্যাশা ও প্রাপ্তির জায়গা।
আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বগুড়া এসভিপি এন্ড হেড অব ব্র্যাঞ্চ মো. রেজাউল ইসলাম, এভিপি মো. আব্দুল মাজেদ, প্রতিষ্ঠানের ডিএমডি শাহানুর ইসলাম, সিএসও ইকবাল নুর শুভ, সিটিও আন্দালিবুর রহমান, জুনিয়র পারসেস কো-অর্ডিনেটর আদনানুল হক, জুনিয়র এডমিনিস্ট্রেশন কো-অর্ডিনেটর আশিক ইবনে হাসান, জিএম মনতোষ কান্তি দাশ, হেড অব সেলস অব ডিস্ট্রবিউশন রমজান হোসেন, ডিজিএম আমিনুল ইসলাম আখি, জিল্লুর রহমান, আলমগীর হোসেন, এজিএম শামীম তালুকদার, এইচ আর এডমিন আনোয়ারুল হক, সহকারি ইউনুছ আলী বাবুল, লিমো ইন্টেরিয়র ডেকর স্বত্তাধিকারী লিটন সরকার লিটুসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি