উদ্বোধন হলো বগুড়ায় আকবরিয়া মিডওয়ে রেস্টুরেন্ট
দুর অতীতকে জীবন্ত করে বর্তমানকে ভুলে দিয়ে চায় স্মৃতি। মনের বিচিত্র রঙে রঙিন হয়ে উঠেছিল বগুড়ার কেন্দ্রীয় চারমাথা বাসটার্মিনাল এলাকা। বাসটার্মিনালটি বর্তমানে যুবক বেশে নয়নাভিরাম নজর কাড়া ও দৃষ্টিনন্দন। যাত্রী, ড্রাইভার, হেলপার, শ্রমিক-মালিকসহ বৃহত্তর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে আধুনিকতার ছোঁয়া লেগেছে। এর পরশে সকলেই খুঁজে বেড়ায় একটা ভালো রেস্টুরেন্টে রসনার তৃপ্তি মেটাতে। এ প্রত্যাশা পূরণের নিমিত্তে গত বুধবার বগুড়ার চারমাথা বাসটার্মিনাল সংলগ্ন আকবরিয়া মিডওয়ে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত রেস্টুরেন্ট উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বগুড়ার এসভিপি এন্ড হেড অব ব্র্যাঞ্চ মো. রেজাউল ইসলাম। এসময় তিনি বলেন, আকবরিয়া এমন এক নাম যা বগুড়াবাসিসহ গোটা দেশ জুড়ে মানুষের হৃদয় ছুঁয়েছে। বিশেষ করে বিদেশের মাটিতেও এর পণ্যের স্বাদ গ্রহনের জন্য চাতক পাখির মত চেয়ে থাকে। এর খাবারের গুনগতমান যেমন আপোষহীন ভোক্তার সন্তুষ্টির জন্য প্রতিষ্ঠানটি তেমনি তৎপর। প্রতিষ্ঠানের খাবারের মানের পাশাপাশি পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকরা ভালো আচরনের মধ্যদিয়ে আরোও এগিয়ে নিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গোটা দুনিয়ায় এ প্রতিষ্ঠানের খাদ্য পণ্যের সুনাম ফুলের সুমিষ্ট গন্ধের মত ছড়ুক এটিই আমার প্রয়াস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, ৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকার, জেলা মটর মালিক গ্রুপের সভাপতি শাহ মো. আখতারুজ্জামান ডিউক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বগুড়ার এভিপি মো. আব্দুল মাজেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিএমডি শাহানুর ইসলাম, সিএসও ইকবাল নুর শুভ, সিটিও আন্দালিবুর রহমান, জুনিয়র পারসেস কো-অর্ডিনেটর আদনানুল হক, জুনিয়র এডমিনিস্ট্রেশন কো-অর্ডিনেটর আশিক ইবনে হাসান, জিএম মনতোষ কান্তি দাশ, হেড অব সেলস অব ডিস্টিবিউশন রমজান হোসেন, ডিজিএম আমিনুল ইসলাম আখি, জিল্লুর রহমান, আলমগীর হোসেন, এজিএম শামীম তালুকদার, এইচ আর এডমিন আনোয়ারুল হক, সহকারি ইউনুছ আলী বাবুল, সিনিয়র এডমিন অফিসার আখেনুর ইসলাম রাসেল, লিমো ইন্টেরিয়র ডেকর স্বত্তাধিকারী লিটন সরকার লিটুসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি