বগুড়ায় এসকেএস-এনআরবিসি ব্যাংকিং শাখার উদ্বোধন
বগুড়ায় এসকেএস-এনআরবিসি অংশিদারিত্বমূলক ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বগুড়া শহরের উপশহর এলাকায় এ শাখার উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমু। এসময় তিনি বলেন, এ ব্যাংকিং শাখার মাধ্যমে গ্রাহকরা কাঙ্খিত সেবা পেয়ে থাকবে। ভালো সেবার মাধ্যমে আগামী দিনে এ প্রতিষ্ঠান আরো এগিয়ে যাবে। এ প্রতিষ্টানের মাধ্যমে সকল শ্রেণী পেশা মানুষর সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং সেই সাথে ব্যবসায়ী কর্মকান্ড প্রসারিত হবে।
এসকেএস ফাউন্ডেশন উপশহর শাখার এরিয়া ম্যানেজার বেনাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম, ব্র্যাঞ্চ ম্যানেজার শাহ আলম, এনআরবিসি ব্যাংক শাখার ম্যানেজার ইনচার্জ আতিকুল ইসলাম, জেলা তাঁতী লীগের সভাপতি নুরুজ্জামান সোহেলসহ প্রমুখ।
অনুষ্ঠানে কর্মকর্তারা জানায়, পঞ্চম দফায় বৃহস্পতিবার একযোগে সারা দেশে এসকেএস-এনআরবিসি অংশিদারিত্বমূলক ব্যাংকিং এর ১৯টি শাখা ও ২টি বুথ উদ্বোধন করা হয়। এ পর্যন্ত সারা দেশে মোট ১০৮টি শাখার উদ্বোধন করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি