বগুড়ায় কর্মহীন মানুষের মাঝে জেলা পরিষদের নগদ অর্থ বিতরন
মহামারী করোনায় কর্মহীন মানুষের মাঝে বগুড়া জেলা পরিষদের নগদ আর্থিক প্রনোদনা প্রদান করা হয়েছ।
বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে কোভিড-১৯ (করোনা ভাইরাস) মহামারীর ২য় ঢেউ এর প্রভাবে কর্মহীনহয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে বগুড়া জেলা পরিষদ কর্র্তৃক ২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব তহবিলের আওতায় নগদ আর্থিক প্রনোদনা প্রদান করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বহী কর্মকর্তা আশরাফুল মমিন খানের সভাপতিত্বে আর্থিক প্রনোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন।
এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, জেলা পরিষদ সদস্য মাফুজুল ইসলাম রাজ, মারুফ রহমান মনজু, এসএম রুহুল মোমিন তারিক, জাহেদুল বারী, এ আই ফয়সাল খান, আনছার আলী, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন, প্রধান সহকারি শফিকুল ইসলাম বাদশা।
তিনশতজনকে নগদ তিন হাজার করে আর্থিক প্রনোদনা প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি