প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১ ১১:২০

ভারতে পাচারকালে হিলি সীমান্তে ৪ টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার-১

দিনাজপুর প্রতিনিধি
ভারতে পাচারকালে হিলি সীমান্তে ৪ টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার-১

ভারতে পাচারকালে দিনাজপুরের হিলি সীমান্তে ৪ টি স্বর্ণের বার সহ এক জনকে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

গ্রেপ্তারকৃত আসামি হিলি সীমান্তের হাড়ীপুকুর (রায়ভাগ) গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫০)।
 
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় হিলি সীমান্তের রায়ভাগ গ্রামের কাঁচা রাস্তার উপড় থেকে পালসার মোটরসাইকেল সহ বিজিবি সদস্যরা ৪ টি স্বর্ণের বার সহ নজরুল গ্রেপ্তার করেন।
 
বিষয়টি নিশ্চিত করেন, জয়পুরহাট ২০ বিজিবি'র অধিনায়ক লেঃকর্ণেল রফিকুল ইসলাম।
 
তিনি জানান, বৃহস্পতিবার রাতে সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন চোরাকারবারি হিলি সীমান্তের রায়ভাগ গ্রাম দিয়ে ভারতে স্বর্ণের বার পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে আমার দিকনির্দেশনা অনুযায়ী বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম বিজিবি সদস্য নিয়ে রায়ভাগ সীমান্ত পিলারের ১০০ গজ দুরে অবস্থান করে। এসময় একটি মোটরসাইকেল রেললাইন পার হয়ে রায়ভাগ গ্রামে প্রবেশ করে। তখন তাকে গ্রামের কাঁচা রাস্তায় বিজিবি সদস্যরা আটক করে। পরে তার মোটরসাইকেল তল্লাশি করলে মোটরসাইকেলের সামনের উইল সেটের ভিতর ৪ টি স্বর্ণের বার পাওয়া যায়। 
 
তিনি আরও জানান, ৪ টি স্বর্ণের বারের ওজন ৪৬৬ গ্রাম, যার মুল্য প্রায় ২৭ লাখ ৯৭ হাজার ৫৯৮ টাকা। আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
উপরে