প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১ ১৭:৪০

শাজাহানপুরে ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা
বগুড়ার শাজাহানপুর  উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
 
শুক্রবার আওয়ামী লীগের  মনোনয়ন বোর্ডের  প্রেস বিজ্ঞপ্তিতে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। 
 
ইউপি নির্বাচনে উপজেলার আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীরা হলেন খোট্রাপাড়া ইউপি  বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক।
 
গোহাইল  ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলী আওতায় তালুকদার ফজু। 
খরনা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান  ভিপি সাজেদুর রহমান শাহীন।
আশেকপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফিরোজ আলম।
 
মাঝিড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান। 
চোপিনগর  ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পেয়েছেন আওয়ামী লীগ নেতা মাহফুজার রহমান বাবলু।
মাদলা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  আব্দুল বারী মন্ডল।
আড়িয়া  ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর হক আরজু।
আমরুল  ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন  উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু। 
 
আওয়ামী লীগের মনোনীত এই ৯ প্রার্থী আগামী ১১ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।
 
উল্লেখ্য - গত ১৪ অক্টোবর  ইউপি  নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী,নির্বাচন কমিশন নিয়োগকৃত ৪ জন রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।
উপরে