প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১ ১৯:৪৪

বগুড়ায় ‘বিডি বাংলা গ্রুপ’র যাত্রা শুরু

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় ‘বিডি বাংলা গ্রুপ’র যাত্রা শুরু

কাঙ্খিত প্রত্যাশা পূরণে এবং বিশ্বাস ও আস্থার প্রতিক নিয়ে বগুড়ায় যাত্রা শুরু করলো ‘বিডি বাংলা গ্রুপ’।

 বেলা ৩টার দিকে শহরের জলেশ^রীতলা হোটেল লা-ভিলাতে এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফির করা হয়। 

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি ‘বিডি বাংলা গ্রুপ’র চেয়ারম্যান কামরুজ্জামান মানিক।

এসময় তিনি বলেন, জীবনকে সুন্দর করে রচনা করতে হলে শিষ্টাচারের সহিত মনুষ্যত্বের রচনা করতে হবে। মনুষ্যত্বের দ্বারাই জাতি আলোকিত হয়। এগুলো সবকটির প্রধান শর্তই হচ্ছে ভালো খাবারমানের খাবার। পরিবেশ এবং খাবার মানুষের অন্তর্নিহিত, শক্তি, নৈতিক ও মুল্যবোধের সৃষ্টি করে থাকে। পণ্যের গুনগতমান বজায় রেখে সকল গুনাবলির সমন্বয় সাধন করে উন্নতমানের পণ্য নিয়ে ‘বিডি বাংলা গ্রুপ’ আপনাদের পাশে থাকবে। 

ভোক্তার সন্তুষ্টির কথা মাথায় রেখে সুস্বাদু ও ভেজালমুক্ত খাবার ক্রেতার হাতে পৌছে দেয়াই হবে এ প্রতিষ্ঠানের অঙ্গিকার। 
তিনি আরো বলেন, দেশের সকল মানুষের বিশ^াস ও আস্থার প্রতিক হিসেবে গড়ে উঠার প্রত্যয়ে বেকার সমস্যা এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এ প্রতিষ্ঠান।  

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগ বগুড়া জেলা শাখার আহবায়ক রাসেল আহম্মেদ কনক। 

এসময় বক্তব্য রাখেন ‘বিডি বাংলা গ্রুপ’র ম্যানেজিং ডিরেক্টর (ফুড) এস এম গোলাম কবির সুমন, ম্যানেজিং ডিরেক্টর (ফিড) মো. ফাতাউর রহমান, ডিরেক্টর গোলাম আহাদ, মোছা. সোনালী আক্তার, আব্দুল্লাহ আল মাহমুদ প্রিন্স। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহাদত হোসেন, মতিউর রহমান মিঠু, আব্দুল লতিফ, নেওয়াজ, আব্দুল হান্নান প্রমুখ। 

শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

 

উপরে