সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে পঞ্চগড়ে গণঅবস্থান কর্মসূচি
দেশের বিভিন্ন এলাকায় পুজা মন্ডবে হামলা ও ভাংচুরের প্রতিবাদে পঞ্চগড়ে গণঅশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার ডাকে ওই কর্মসুচি পালন করা হয়।
গণঅবস্থান কর্মসূচিতে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু কল্যাণ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, জেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন, সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়সহ সনাতন ধর্মালম্বী সংগঠনের নেতারা বক্তৃতা করেন।
দুই ঘন্টাব্যাপি কর্মসূচীতে জেলার বিভিন্ন এলাতার সনাতন ধর্মালম্বী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষরা অংশ নেন। নেতারা দেশের বিভিন্ন এলাকায় পুজামন্ডবে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগসহ হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান।

পঞ্চগড় প্রতিনিধি