নসরৎপুর আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর মোটরসাইকেল র্যালী
সারাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করলে সেই ধারাবাহিকতায় বগুড়ার আদমদীঘির নসরৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাথীর আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক নসরৎপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের মোটরসাইকেল র্যালী বের হয়।
শুক্র্রবার উপজেলার র্মুইল বাজার থেকে বিশাল মোটরসাইকেল র্যালী বের করে নশরৎপুর বাজার রেল স্টেশান এলাকা,শাঁওইল বাজার সহ নসরৎপুরের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের রাস্তা প্রদক্ষিন করেন এবং থেমে থেমে পথসভা করেন ,লিপপ্লেট দিয়ে ভোটারদের মাঝে প্রার্থীতা জানান দেন।
রাশেদুল ইসলাম রাশেদ জানায়, দলীয় ভাবে মনোনয়ন পেলে সে চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোটে জয় যুক্ত হবেন বলে আশা করেন।পরিশেষে সাংবাদিকদের বলেন নশরৎপুর ইউনিয়ন পরিষদকে মডেল হিসাবে ও এলাকা দূরনীতি, চাঁদাবাজ মুক্ত রাখবেন এবং জনগনের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে সে দুঃুখী মানুষের পাশে থেকে কাজ করার জন্য সুযোগ চান।

আদমদীঘি(বগুড়া) সংবাদদাতা