কিশোরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ
সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার দ্রুত বাস্তবায়ন, সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার দাবীতে ও সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করা হয়।
আজ শনিবার নীলফামারীর কিশোরগঞ্জে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের আয়োজনে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে তা শেষ হয়। পরে তারা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড চত্বরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু প্রতাপ চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পদক দীনেশ চন্দ্র রায়, সহ-সভাপতি পতিরাম চন্দ্র রায়, সহ-সাধারণ সম্পাদক মিথুন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সুকুমার রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য মহিলা পরিষদের সভাপতি অনিতা রাণী মোহন্ত, সাধারণ সম্পাদক শিল্পী রানী রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি করুণা কান্ত রায়, সাধারণ সম্পাদক মিলন কুমার মোহন্ত প্রমুখ।#

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি