সারিয়াকান্দি'র কামালপুর ইউনিয়নে ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ২ও৩ নং ওয়ার্ড যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল তিন টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের বিবিরপাড়া জে ইউ দাখিল মাদ্রাসা হল রুমে উক্ত সম্মেলন কামালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান মোঃ হেদাইদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান রুবেল।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কামালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম আপেল, সাধারণ সম্পাদক রবিউল হাসান হেলাল, সহ-সভাপতি শাহীন আলম লেবু, সহ-সভাপতি মাইনুল হাসান মজনু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, সাধারণ সম্পাদক আহসান হাবিব বিপ্লব, যুবলীগ নেতা আব্দুল মোমিন, রেজাউল করিম রনি,উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক তিতাস মাহমুদ রতন,উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক অর্জুন কুমার,কামালপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি বজলুর রহমান বাঁধন, চন্দনবাইশা ডিগ্রি কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক আল আমিন হোসাইন সহ আরো অনেকেই। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে তিন বছরের জন্য ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আশিয়ান ইসলাম। ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে শাহ আলমকে নিবার্চিত করা হয়।

মাইনুল হাসান মজনু