বগুড়ায় পৌর কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন
বগুড়ায় পৌর কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মো. মাসুদ রানা সরকারকে আহবায়ক, তাহিয়াতুল কবির রাব্বুল, হযরত আলী ও এ এস এস নূর-এ আলম সিদ্দিককে যুগ্ম আহবাযক করে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদ দেয়া হয়।
শনিবার জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জুর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতি এমপির দিক নিদের্শনায় কৃষক লীগকে গতিশীল করার লক্ষ্যে গত ১৬ অক্টোবর বগুড়া পৌর কৃষক লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল লতিফ তারিন, প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামছুদ্দিন আল আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক আজমল হোসেন। সভায় সকলের সর্বসম্মতিক্রমে আগামী ৩ মাসের জন্য এক কমিটি ঘোষনা করা হয়।
আগামী দিনে কৃষকরত্ন শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে এ সংগঠনটি কাজ করে যাবে বলে নেতারা জানান।

প্রেস বিজ্ঞপ্তি