শিবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে আইন বিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও শিবগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে “নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন, মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার, অতিরিক্ত পরিচালক (উপসচিব), সংস্থাপন অনুবিভাগ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বক্তব্য রাখেন তানজিম আহম্মেদ রাকীব, সহকারী পরিচালক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মোহাম্মদ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, জেলা কার্যালয় বগুড়া। সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, উপজেলা নারী ভাইস চেয়াম্যান ফাইমা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তারক নাথ কুন্ডু, ইন্সপেক্টর (তদন্ত) হাসমত উল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আল মুজাহিদ সরকার, প্রাণী সম্পদ অফিসার আফরিন হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, আমিনুল হক দুদু, সভাপতি উপজেলা চাউলকল মালিক সমিতি, হোটেল ব্যবসায়ী মিজানুর রহমান মিনু, আব্দুস সাত্তার, শাহিনুর রহমান।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি