নন্দীগ্রামে মাদক কারবারীসহ গ্রেফতার ৪
বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারীসহ ৪ জন গ্রেফতার হয়েছে। নন্দীগ্রাম থানার (ওসি) আবুল কালাম আজাদ তথ্যটি নিশ্চিত করেছেন।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার (ওসি) আবুল কালাম আজাদের নির্দেশে এসআই মো: নুর আলম, এএসআই মো: সদরুল হাসান, এসআই চান মিয়া, এএসআই আমিনুল ইসলাম, সঙ্গীয় ফোর্স নিয়ে চাকলমা মধ্যপাড়ার মৃত ইব্রাহীম ডাক্তারের ছেলে আরিফুল ইসলাম (২৭) কে ৩০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৯০০ টাকা ও নাটোর জেলার সিংড়া থানার গাইন পাড়ার আ: রাজ্জাকের ছেলে লিটন মন্ডল (৩৮) কে ৬০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৪০০ টাকা সহ নন্দীগ্রাম বিজয়ঘট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। লিটন মন্ডলের বিরুদ্ধে পূর্বে ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
অপরদিকে পৃথক আরেকটি অভিযানে এসআই নুর মোহাম্মাদ সরকার, ও এএসআই কাজী শাহীন অভিযান চালিয়ে থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা গ্রামের খলিল উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৫) কে ৬৫ গ্রাম গাঁজাসহ থালতা মন্দির পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। আপরদিকে এসআই রেজাউল করিম ও এসআই তারিকুল ইসলামের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করে উপজেলার তেঘরি গ্রামের পরোয়ানাভুক্ত আসামি ফজলুর রহমানকে গ্রেফতার করে।
এবিষয়ে নন্দীগ্রাম থানার (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উল্লেখিত ঘটনা সংক্রন্তি পৃথক ৩টি মামলা নিয়মিত রুজু হয়েছে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি