সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সাপাহারে মানববন্ধন
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নওগাঁর সাপাহারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার প্রেসক্লাব ও উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের যৌথ আয়োজন এবং বে-সরকারি সংস্থা বিডিও, বি.এস.ডিও ও একশন এইড বাংলাদেশ এর সহযোগীতায় সোমবার সকাল ৯টায় সাপাহার জিরো পয়েন্টে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের উপদেষ্টা আলহাজ্ব নুরুল হক মাস্টার, অধীর চৌধুরী, সাপাহার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক তছলিম উদ্দীন, প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী সম্রাট,সম্পাদক প্রদীপ সাহা সহ ইয়ুথ ফোরামের প্রায় ২শ’ সদস্য উপস্থিত ছিলেন।
অপরদিকে বিডিওর প্রোগ্রাম সিনিয়র অফিসার শামসুল হক এর নেতৃত্বে “পৃথিবী বাঁচাতে হলে, চলো হাঁটি একসাথে” স্লোগানকে সামনে রেখে বৈষ্যিক জলবায়ূ ন্যায্যতায় সাপাহার জিরো পয়েন্ট হতে ইয়ুথ ফোরামের সদস্যদের নিয়ে প্রায় ৫ কিলোমিটার রাস্তা হাটা হয়। এসময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন,সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমানসহ আরো অনেকে।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি