পোরশায় বিশ্ব পোলিও দিবস ও হাত ধোয়া সমাবেশ
নওগাঁর পোরশায় বিশ্ব পোলিও দিবস ও হাত ধোয়া সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১০টায় উপজেলার গাঙ্গুরিয়া ইউপির ডাহুকী সমাজ ঘরে দিবসটির আয়োজন করে কারিতাস রাজশাহী অঞ্চলের আশা প্রকল্প।
সংস্থার মাঠ কর্মকর্তা বলাই মারান্ডীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বন্ধুপাড়া মিশনের ফাদার রকি কস্তা, গাঙ্গুরিয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বন্ধুপাড়া মিশনের দাতব্য চিকিৎসালয়ের ইনচার্জ সিস্টার লীলা রংদি, আশা প্রকল্পের পিএস অঞ্জলী লাকড়া। এতে উপজেলার গাঙ্গুরিয়া ও নিতপুর ইউপির ২শতাধীক আদিবাসী নারী পুরুষ অংশগ্রহন করেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি