এতিমদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সমাজসেবার অভিনব উদ্যোগ
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার এতিমদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এতিমদের স্বাস্থ্য সুরক্ষায় 'স্মার্ট কর্পোরেট ক্লিনিক'-এর সঙ্গে একটি স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত করেছেন এতিমখানা প্রশাসক ও সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী।
রাজধানীর আজিমপুরে অবস্থিত স্যার সলিমুল্লাহ এতিমখানায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে স্মার্ট কর্পোরেট ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার জন্য মাসিক মাত্র ৯০ টাকার বিনিময়ে প্রতিটি এতিম বালক বালিকা ও প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীরা বছরব্যাপী একটি স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা পেয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী কোন বালক বালিকা ও কর্মকর্তা-কর্মচারীগন অসুস্থ্যতা জনিত রোগের জন্য হাসপাতালে ভর্তি হলে একটি রোগের জন্য বছরে তিনবার প্রতিবার ১০ হাজার টাকা করে বিল পরিশোধের সুযোগ পাবেন। যেকোন রোগের জন্য এই সুবিধা প্রযোজ্য। সারাবছর বিনামুল্যে চিকিৎসা পরামর্শের পাশাপাশি দেশব্যাপী ১৬০ টিরও বেশি হাসপাতালে যে কোন রোগের জন্য চিকিৎসা সেবা নিতে পারবেন। এছাড়া ১৮টি জটিল রোগের জন্য এককালীন ২৫ হাজার টাকার আর্থিক সহযোগিতা দেয়া হবে। দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে ১ লাখ টাকা দেয়া হবে। স্বাভাবিক মৃত্যু ও পঙ্গুত্ব বরণ করলে ৫০ হাজার টাকার কভারেজ পাবে। এছাড়া বাসা বা অফিসে বসেই ৬৫ শতাংশ মূল্য ছাড়ে বছরব্যাপী ৮ হাজার টাকার পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে যে কেউ। একজন ডাক্তার ও একজন প্যারামেডিকেল নার্স মাসে দুইদিন এতিমখানায় চিকিৎসা সেবা প্রদান করবেন। এছাড়া টেলিমেডিসিনের ব্যবস্থাও থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ মো. নূরুল বাসির, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী (পরিচালক প্রতিষ্ঠান), বিশেষ অতিথি ছিলেন হাসিবুর রহমান মানিক কাউন্সিলর (২৬ নং ওয়ার্ড) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, স্মার্ট কর্পোরেট ক্লিনিকের প্রজেক্ট চীফ ও হেড অফ বিজনেস অলোক কুমার বিশ্বাস ও সমাজ সেবার উপ-পরিচালক (ঢাকা জেলা) মো. রকনুল হক।

প্রেস বিজ্ঞপ্তি