শাজাহানপুরে গোহাইলে নৌকা মার্কার নির্বাচনী পথসভা
বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আলী আতোয়ার তালুকদার ফজু নৌকা মার্কার পক্ষে নির্বাচনী মতবিনিময় ও পথসভা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গোহাইল ইউনিয়নের আতাইল গ্রামে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী মতবিনিময় ও পথসভায় জনগণের উদ্দেশ্যে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু বলেন,বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় দিন।তিনি সকলের দু’আ সমর্থন প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক,গোহাইল ইউপি সাবেক সদস্য গোলাম ইয়াছিন, সমাজসেবক আলহাজ¦ শহিদুল ইসলাম, তোতা মিয়া, দুদু মিয়া, নজরুল ইসলাম, ইনছান আলী, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি