শিবগঞ্জে বিভিন্ন ইউনিয়ন পরিষদ সচিবদের মাধ্যমে ভি.জি.ডি এর চাল বিতরণ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল, রায়নগর,পিরব,বুড়িগঞ্জ, বিহার,মোকামতলা, সহ বিভন্ন ইউনিয়ন পরিষদ এ নির্বাচন কালীন সময়ে ইউনিয়ন পরিষদ সচিবদের মাধ্যমে সুষ্ঠ ুভাবে সরকার প্রদত্ত ভি.জি.ডি এর চাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শহিদুল ইসলাম শিমুল, রাসেল খান, হেলাল হাফিজ, শাহ আলম, আলী আজম, সিদ্দিকুর রহমান, খাইরুল আনাম,জহুরুল ইসলাম,মামুনুর রশিদ,রাশেদ শেখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: