সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে বৃক্ষরোপণ আবশ্যক: দুলু
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আছাদুর রহমান দুলু বলেছেন, আমাদের নিজেদের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে বৃক্ষরোপণ আবশ্যক। প্রকৃতিকে যদি নিজের আয়ত্বে আনতে হয় তবে বৃক্ষরোপণ করা অতিব জরুরী।
বনাঞ্চল কমে যাওয়ার পরিস্থিতি পরিবর্তনের জন্য পরিকল্পিত উপায়ে বৃক্ষরোপণ করে সমস্যার সমাধান করতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে জিলা স্কুল চত্বরে বি-চেরিটেবল ফাউন্ডেশন (বিসিএফ) এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনে এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের মানুষ পরিবেশ নিয়ে অনেক সচেতন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বাড়ির আশেপাশে কোনো জমিই যেন পতিত না থাকে। শহরেও আজ বাড়ির ছাদে, টবে বিভিন্নভাবে ফলদ বৃক্ষ লাগিয়ে পরিবেশ রক্ষায় উদ্যোগ নেয়া হচ্ছে। বৃক্ষরোপণ র্কসূচি এখন সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।
এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের গাছের চারাগুলো সঠিকভাবে রোপণ করতে এবং সেগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানান।
বি-চেরিটেবল ফাউন্ডেশনের চেয়াম্যান আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল আলম শাওন, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি নাজমুল হক সজীব, সোহেল তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়াদুর রহমান রাব্বি, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহার হোসেন মিজু, বি-চেরিটেবল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা স্বাধীন, বিশ^ রায়, আকাশ, সঞ্চয় চাকি প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১ হাজার ৬’শ টি ফলজ গাছ বিতরণ করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি