বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে মালতিনগর এলাহী জামে মসজিদে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বতর্মান জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এম আর ইসলাম স্বাধীনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মীনী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা ও রোগ মুক্তি কামনা এবং বেগম খালেদা জিয়ার নাতনী ব্যারিষ্টার জায়মা রহমানের জন্মদিন উপলক্ষেও দোয়া মাহফিল করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ার, বিএনপি নেতা ২নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, যুবদল নেতা রাফিউল ইসলাম রুবেল, সাবেক কাউন্সিলর মাসুদ রানা মাসুদ, বিএনপি নেতা আহসান হাবিব লিটন, আশরাফুজ্জামান প্রবাল, সাবেক জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, জালাল উদ্দিন স্বাধীন, দিলবর রহমান বাদশা, আনোয়ার হোসেন মুকুল, কবিরুল ইসলাম কবির, মোয়াজ্জেম হোসেন হিটলু, আবু তালেব জালাল, ওবায়দুল, আনোয়ার হোসেন স্বপন, ইউনুছ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মালতিনগর এলাহী জামে মসজিদের মুফতি মাওলানা আনোয়ার হোসেন।

প্রেস বিজ্ঞপ্তি