২ লাখ টাকা কুড়িয়ে পেয়ে পুলিশকে দিলো ভ্যানচালক হাফিজার রহমান
দিনাজপুরের হিলিতে দুই লাখ টাকা কুড়িয়ে পেয়ে পুলিশকে দিলো (৫৭) বছর বয়সী হাফিজার রহমান নামের একজন ভ্যান চালক। এমন মহত্বের পরিচয় পেয়ে হাফিজারকে এক নজর দেখার জন্য ভীড় করছে অনেকেই। প্রকৃত টাকার মালিক টাকা ফিরে পেয়ে মহা খুশি। কিন্তু উপহার হিসেবে একটি টাকাও গ্রহন করেননি এই পরোকারী ভ্যানচালক হাফিজার রহমান।
হাফিজার রহমান হিলির বড় জালালপর গ্রামের মৃত মোজাফ্ফর রহমানের ছেলে।
বুধবার দুপুরে হিলি চারমাথা মোড়ে ভ্যান চালিয়ে যাবার সময় এক লাখ টাকার দুইটি বান্ডিল কুড়িয়ে পান তিনি।
বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ খায়রুর বাশার শামীম।
তিনি বলেন, বুধবার দুপুরে চারমাথা মোড়ে দুইটি টাকার বান্ডিল পাওয়া যায়। হাফিজার রহমান নামের একজন ভ্যানচালক পুলিশকে জানান। পরে ঘটনাস্থলে এসআই বেলাল সহ পুলিশে সেখানে উপস্থিত হয় এবং দুইটি টাকার বান্ডিল সহ হাফিজার রহমানকে সসম্মানে থানায় আনে। বান্ডিল দুইটিতে ছিলো দুই লাখ টাকা। পরে টাকার প্রকৃত মালিকের সন্ধান পাই এবং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে টাকার মালিক হিলির মধ্যবসুদেবপুর গ্রামের আবুল বাশারের নিকট টাকাগুলো হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, টাকার মালিক ঐভ্যান চালক হাফিজার রহমানকে কিছু টাকা উপহার দিতে চাইলেও তিনি একটি টাকাও গ্রহন করেনি।

দিনাজপুর প্রতিনিধি