নীলফামারীর কিশোরগঞ্জে যারা লাঙ্গল নিয়ে নির্বাচনী মাঠে নামছে
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। আজ বুধবার দলের চেয়ারম্যান এ উপজেলার প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন। এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল আলম স্বপন।
কিশোরগঞ্জ উপজেলায় যারা লাঙ্গল নিয়ে নির্বাচনী মাঠে চষে বেড়াবেন তারা হলেন বড়ভিটা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফজলার রহমান, পুটিমারী ইউনিয়নে মোকলেছার রহমান, নিতাই ইউনিয়নে সিদ্দিকুর রহমান, বাহাগিলী ইউনিয়নে সুজাউদ দৌলা লিপটন, কিশোরগঞ্জ ইউনিয়নে হোসেন শহিদ সোহরাওর্দী গ্রেনেট বাবু, রনচন্ডী ইউনিয়নে এনামুল হক, গাড়াগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক ও মাগুড়া ইউনিয়নে আখতারুজ্জামান মিঠু। আগামী ২৮ নভেম্বর এ প্রার্থীরা লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবেন।
এ বিষয়ে স্থানীয় সাংসদ ও জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেলের বক্তব্যের জন্য তার মুঠো ফোনে বার বার যোগাযোগ করা হলেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য যে, ১৪ অক্টোবর ইউপি নির্বাচনের তফসীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কৃর্তক নিয়োগকৃত রির্টানিং অফিসারগণ ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী রির্টানিং অফিসারের নিকট চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর ও ভোট গ্রহণ ২৮ নভেম্বর।

কিশোরগঞ্জ(নীলফামারী)